জহর সরকারকে সাংসদ পদ ছেড়ে দিতে বললেন সৌগত রায়!

দলের দুর্নীতি ইস্যুতে সরাসরি দলের একাংশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। এবার তাঁরই বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের আরেক সৌগত রায়। তিনি বলেন,উনি চাইলে সাংসদ পদ ছেড়ে দিন,আমরা অন্য কাউকে উপনির্বাচনে জিতিয়ে নেব। সেই সঙ্গে সৌগত রায় আরও যোগ করেন, জহর সরকার একটা স্বার্থপর আমলা। তৃণমূলের হয়ে কোনও আত্মত্যাগ করেননি তিনি। বর্ষীয়ান তৃণমূল সাংসদের এহেন মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে,তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন জহর সরকার? নাকি দল ছেড়ে অন্য দলে যাবেন তিনি? সবটা সময়ই বলবে। সেই দিকে নজর থাকবে।

কি বলেছিলেন জহর সরকার?

জহর সরকার দাবি করেন, দলের একটা দিকে পচে গিয়েছে। এমন দল নিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই করা সম্ভব হবে না। বাড়ির লোকেরা ও বন্ধুবান্ধবেরা তাঁকে রাজনীতি ছাড়তে বলেছেন বলেও দাবি করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে জহর সরকারের কথায়, ‘বাড়ির লোকেরা সাথে সাথে বলল, তুমি ছেড়ে দাও। বন্ধুরা বলছে, তুই এখনও আছিস? কত পেয়েছিস? এই ধরনের লাঞ্ছনা তো জীবনে কখনওই শুনতে হয়নি।’ জহর সরকার বলেছেন, এমন দৃশ্য টিভিতেও কম দেখা যায়। দুর্নীতির টাকা দিয়ে এভাবে অলঙ্কৃত করা দেখলে গা শিরশির করে।