সোনি ইন্ডিয়া নিয়ে এলো তাদের নতুন ওভারহেড ওয়্যারলেস হেডফোন ‘WH-XB910N’, যাতে ‘পার্টি লাইক এক্সপিরিয়েন্সের’ জন্য রয়েছে ‘এক্সট্রা বাস’।
এছাড়া এতে আছে ‘ইমপ্রুভড নয়েজ ক্যান্সেলিং’ ও ‘আউটস্ট্যান্ডিং ক্লাব-লাইক বাস’। সেইসঙ্গে রয়েছে ডুয়াল নয়েজ সেন্সর টেকনোলজি, অ্যাডাপ্টিভ সাউন্ড কন্ট্রোল, লং ব্যাটারি-লাইফ ও আরও অনেক কিছু।
সোনির নতুন WH-XB910N হেডফোন ২৮ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে সকল সোনি সেন্টার, www.ShopatSC.com পোর্টাল, মেজর ইলেক্ট্রনিক স্টোর্স ও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটগুলি থেকে। কালো ও নীল রঙে উপলব্ধ এই হেডফোনের দাম ১৪,৯৯০ টাকা।