দুর্গাপূজা উপলক্ষে সোনি ইন্ডিয়ার ব্লকবাস্টার ডিল

দুর্গাপূজা হল পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উত্সব। এই উৎসবের কথা মাথায় রেখে সোনি ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য এনেছে ব্লকবাস্টার ডিল অফার। টেলিভিশন, হোম থিয়েটার, সাউন্ডবার, ক্যামেরা, লেন্স এবং ব্যক্তিগত অডিও প্রোডাক্টের পোর্টফোলিও জুড়ে সোনি তার গ্রাহকদের জন্য বিশেষ ডিল অফার করে। এই দুর্গা পূজাকে স্মরণীয় করে তুলতে সোনি ইন্ডিয়া গ্রাহকদের জন্য সহজ পকেট ফাইন্যান্স স্কিম চালু করেছে।

দুর্গা পূজা উপলক্ষে সোনির গ্রাহকরা ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আশ্চর্যজনক ৩০% ছাড়ের সাথে বিশ্বমানের বিনোদন উপভোগ করতে পারবেন। কিছু সিলেক্টটেড ব্রাভিয়া টেলিভিশনের ওপরে ইএমআই-তে ছাড় রয়েছে।  এই সব  টেলিভিশনের ক্ষেত্রে  ইএমআই শুরু হয় ১,০২৪ টাকা থেকে। ৫৪,৯৯০ টাকা দমের এইচটি-এ৭,০০০ এবং এইচটি –এ৯ প্রিমিয়াম সাউন্ডবারে আকর্ষণীয় ছাড় সহ রয়েছে কম্বো অফার। এছাড়া হেডফোন, প্রো-স্টাইল ক্যামেরা ব্যাকপ্যাক সিলেক্টটেড ফুল ফ্রেম ক্যামেরা ওপর যথাক্রমে-  ১৪,৯৯০ টাকা,  ৯,৯৯০ ও  ৪১,০০০ টাকার ওপর বিশেষ ছাড় রয়েছে। 

সোনি ইন্ডিয়ার সেলস হেড সতীশ পদ্মনাভন বলেন, প্রতি বছরই দুর্গাপূজার সময় আমরা আমাদের পণ্যের চাহিদায় ব্যাপক উত্থান দেখতে পাই। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।