সোনি ব্রাভিয়া এক্স৮০কে টেলিভিশন সিরিজ

সোনি ইন্ডিয়া লঞ্চ করল নতুন ব্রাভিয়া এক্স৮০কে টেলিভিশন সিরিজ। এর পিকচার কোয়ালিটি ও সাউন্ড এককথায় অনবদ্য। গুগল টিভি-সহ এই নতুন এক্স৮০কে টেলিভিশন সিরিজ দর্শকের কাছে ভিশন ও সাউন্ডকে দারুণ আকর্ষণীয় করে তোলে, কারণ এতে ব্যবহার করা হয়েছে সোনির পিকচার ও সাউন্ড টেকনোলজি।

সোনির নতুন এক্স৮০কে টিভি সিরিজ পাওয়া যাবে এইসব সাইজে: ১৮৯সেমি (৭৫), ১৬৫সেমি (৬৫), ১৪০সেমি (৫৫), ১২৬সেমি (৫০) ও ১০৮সেমি (৪৩)। এই টিভি’র বিল্ট-ইন মাইক্রোফোন দর্শকদের ‘ট্রুলি হ্যান্ডস-ফ্রি এক্সপিরিয়েন্স’ দিতে সক্ষম। দর্শকরা টিভি’র সঙ্গে কথা বলতে পারেন গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে এবং যা খুঁজছেন তা তাড়াতাড়ি পেতে পারেন। টিভি’র রিমোট ব্যবহার না করেই টিভি শো চালাতে বা মুভি দেখতে পারবেন দর্শকরা।

খুব শীঘ্রই সোনির ব্রাভিয়া এক্স৮০কে টেলিভিশন সিরিজ পাওয়া যাবে সকল সোনি সেন্টার, মুখ্য ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টাল থেকে। কেডি-৫৫৮০কে ২০ মে থেকে ৯৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।