সোনি বিবিসি আর্থ-এর ‘ওয়ান ওয়ার্ল্ড, মেনি ফ্রেমস’ কনটেস্ট – ‘আর্থ ইন ফোকাস’

Estimated read time 1 min read

সোনি বিবিসি আর্থ তার ফটোগ্রাফি প্রতিযোগিতার চতুর্থ সংস্করণ চালু করেছে – ‘আর্থ ইন ফোকাস’। ‘ওয়ান ওয়ার্ল্ড, মেনি ফ্রেমস’ থিমের অধীনে ভারত সম্পর্কে তাদের অনন্য দৃষ্টিভঙ্গি প্রদর্শনের জন্য ফটোগ্রাফি উত্সাহীদের আমন্ত্রণ জানিয়েছে সোনি বিবিসি আর্থ। অংশগ্রহণকারীরা তিনটি উপবিভাগে (সাবক্যাটাগরি) ছবি জমা দিতে পারেন – (১) মার্কেটস: আ ভাইব্র্যান্ট মেল্টিং পট, (২) এনসিয়েন্ট মার্ভেলস ও (৩) ওয়াইল্ডলাইফ।

আন্তর্জাতিকস্তরে প্রশংসিত ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার শিবাং মেহতা সোনি বিবিসি আর্থ আয়োজিত এই প্রতিযোগিতায় থাকছেন বিচারক হিসেবে।

প্রতিযোগিতায় একটি গোপ্রো হিরো ১২-এর (GoPro HERO12 ) মতো পুরষ্কার প্রদান করা হবে। প্রতিযোগিতাটি প্রচারিত হবে সোনি বিবিসি আর্থ চ্যানেলে। নির্বাচিত সেরা ১৫টি ফটোর ক্ষেত্রে একটি মাস্টারক্লাসের মাধ্যমে শিবাং মেহতার গাইডেন্স পাওয়া যাবে।

You May Also Like

More From Author