কিছু দুষ্কৃতির দল নষ্ট করে দিল ভুট্টার ক্ষেত,  চিন্তায় গ্রাম বাসীরা  

এবার কিছু দুষ্কৃতির দল নষ্ট করে দিল ভুট্টার ক্ষেত। রাতের অন্ধকারে কে বা কারা ভূট্টা খেতে এসে সব গাছ নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে ভুটটাও। চিন্তায় গ্রাম বাসীরা। এর ফলে ক্ষতির মুখে চাষীরা। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের ওপর ভাটা খানা এলাকায় বেশ কয়েকজন চাষী জমি তৈরি করে সেখানে কয়েক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন।

কিন্তু গতকাল রাতে কেউ বা কাহারা সেই শয়ে শয়ে বিঘা ভুটটা খেত নষ্ট করে দিয়েছে। যদিও সেই ভুট্টা খেতের ফলন অনেকটাই বাজারে যাওয়ার জন্য তৈরি হয়েছে। কিন্তু কোন অজানা কারণে কেউবা কারাবিঘা বিঘা ভুট্টা খেত নষ্ট করে দেয়।

চিন্তার মুখে ওই এলাকার  ভুট্টা চাষীরা। তারা বলেন কি কারনে আমাদের শয়ে শয়ে ভুট্টা খেত নষ্ট করে দিল তা আমরা বুঝতে পারছি না।