বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেওয়া হলো সিবিআইএর তরফে

একবার নয় দুবার নয় পাঁচবার সিবিআইএর তলব এড়িয়ে গেছেন তিনি। আবারও একবার ঠিক তলবের আগেই একাধিক সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সিবিআই তলবে তিনি সাড়া দিতে পারেননি। এখন বাড়ি ফিরলেও জানা গিয়েছে যে তিনি অণ্ডকোষ ও মলদ্বারের সমস্যায় ভুগছেন। আপাতত এক মাস তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যদিও সিবিআই জিজ্ঞাসাবাদ দিয়ে তিনি আগেই শর্ত দিয়েছিলেন। জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ করতে হলে সিবিআই আধিকারিকদের তাঁর বাড়িতে আসতে হবে। অথবা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে হবে৷ কিন্তু সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু না জানালেও সিবিআই তাঁর কিছু গুরুত্বপূর্ণ নথি জমা নিয়েছে।

সূত্রের খবর, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্যান কার্ড ও আধারের প্রতিলিপি জমা নিয়েছে সিবিআই। পাসপোর্ট চাওয়া হয়েছিল কিন্তু তাঁর সেটা নেই। তাই এগুলোই জমা নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অধিকারিকরা। গত শুক্রবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল৷ ওই দিনই সিবিআইয়ের কলকাতার অফিস থেকে দিল্লির দফতরে যোগাযোগ করা হয়। দিল্লির সঙ্গে কথা বলার পরেই শনিবার বিকেলে অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই৷ গরুপাচার মামলায় শনিবার বিকেল সাড়ে পাঁচটার অনুব্রতকে হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তাতেও তিনি যাননি। ফের অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷

তবে সিবিআই’কে হাজিরার শর্ত দিয়ে যে চিঠি তিনি দিয়েছেন তাতে জানিয়েছেন, আগামী ২১ মে’র পর কথা বলে যেখানে ঠিক হবে সেখানে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে তাঁকে। আলোচনা করে জায়গা ঠিক করেই তাঁকে তলব করা যাবে বলেই স্পষ্ট করে দেন তিনি। অনুব্রত জানিয়েছেন, ২১ মে’র পর কলকাতায় তিনি জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকবেন। এই শর্ত দিয়েই তিনি অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ এবং স্পেশাল ক্রাইম বাঞ্চে চিঠি দিয়েছেন।