ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ কিছু জেলা

সোমবার সন্ধা ৬টা ১৫ নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সিকিমের আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। এবং ভুমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেঘালয়ের গারো পাহারের উত্তরে।

ভুমিকম্পে কেঁপে ওঠে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং সহ বেশ কিছু জেলা। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এবং স্থানীয় সূত্রে জানা যায় অনেকেই পূজার মরশুমে কেনাকাটা নিয়ে ব্যাস্ত ছিলেন।কিন্তু কম্পন হওয়া মাত্রই অনেকে ভয়ে দোকান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।