Solve for Tomorrow প্রতিযোগিতার আয়োজন করেছে Samsung

National education and innovation-এর অন্তর্গত দেশ জুড়ে  Solve for Tomorrow প্রতিযোগিতার আয়োজন করেছে Samsung India। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত দেশ জুড়ে প্রায় ৫০,০০০ এরও বেশি প্রতিযোগী নাম রেজিস্টার করেছে। প্রতিযোগিতায় শীর্ষ তিনটি দল দক্ষতা অনুসারে তাদের প্রকল্প রূপায়নের জন্য ১.৫ কোটি টাকা জেতার সুযোগ পাবে। নাম রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ মে।

Samsung India-র লক্ষ হল Solve for Tomorrow প্রতিযোগিতার মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করা। সেই অনুসারে প্রতিযোগীদের বয়স ১৬-২২ বছরেরে মধ্যে নির্ধারিত করা হয়েছে। প্রতিযোগীদের জন্য চারটি মূল বিষয় ঠিক করা হয়েছে। এই বিষয় গুলি হল -এডুকেশন এন্ড লার্নিং, এনভায়রেনমেন্ট এন্ড সাসটেনেবলিটি, হ্লেথ এন্ড ওয়েলনেস ও ডাইভারসিটি এন্ড ইনক্লুসন। এদের মধ্যে থেকে ৩ সদস্যের ৩০টি দলকে নির্বাচিত হবে।

IIT দিল্লির বুটক্যাম্প এবং ফাউন্ডেশন ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার / FITT তে MeitY Startup Hub তাঁদের প্রশিক্ষণ ও পরামর্শ দেবে।  এই জুরি ফাইনালের জন্য সেরা ১০ টি দল নির্বাচন করবে। যাদের প্রত্যেককে প্রোটোটাইপ উন্ননের জন্য ১০০,০০০ টাকা দেওয়া হবে।