কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফসিন ব্লকে সয়েল টেস্টিংয়ের কাজের সূচনা হল

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী শিলিগুড়ি পুরনিগম। আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের ফসিন ব্লকে সয়েল টেস্টিংয়ের কাজের সূচনা করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। আগামী ৬ তারিখের মধ্যে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হবে বলে জানান মেয়র।

বৃহস্পতিবার, ফসিন ব্লকের এই সয়েল টেস্টিং শুরু হয়। মেয়র জানান প্রায় ৬ লক্ষ্য টাকা ব্যয়ে এই সয়েল টেস্টিং করানো হবে। আগামী ১৫ দিনের মধ্যে তার রিপোর্ট আসার কথা রয়েছে।অন্যদিকে তিনি জানান, কয়েকটি ভাগে ভাগ করে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হবে।

 আগামী ৬ তারিখের মধ্যে প্রথম ভাগের কাজ শুরু হবে। তার জন্য বরাদ্দ হয়েছে ৫ কোটি টাকা।আরো একটি ভাগের জন্যও ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ১০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম সংস্কারের কাজ হবে। ফসিন ব্লকের বর্তমান উচ্চতা আছে ৭ মিটার, সেই উচ্চতা ১৫ মিটার করা হবে। স্টেডিয়ামে পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হবে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের দেওয়া নকশার উপর ভিত্তি করে স্টেডিয়ামের সংস্কার করা হবে।