রাইসিনার রেসে শেষ মুহূর্তে পিছু হটলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ইশকনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্যে দেশজুড়ে শোরগোল।
শুক্রবার বিকেলে ইসকনের রথ যাত্রার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বলেন, “বিজেপি আগে জানায়নি যে তারা মহিলা আদিবাসী প্রার্থী করছে। দ্রৌপদী মূর্মুর জয়ের সম্ভাবনা বেশি। মহিলা প্রার্থী হলে আমি সবসময় রাজি। আমি নিজে বিরোধী প্রার্থী প্রত্যাহার করতে পারবো না।। কিন্তু সব বিরোধীরা সিদ্ধান্ত নিলে প্রার্থী প্রত্যাহার করতে পারে।”
এদিকে মমতার মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,উনি তো বিজেপিকে জিজ্ঞাস করেননি কাকে প্রদপ্রার্থী করা হবে। উনি প্রথম লাফ দিয়ে মিটিং করে, সবার বাড়ি বাড়ি গিয়ে আগেই নাম ঘোষণা করে দিলেন। আর উনি তো জানতেনই ওনার প্রার্থীর জেতার কোনও সম্ভাবনাই নেই। জেতার ইচ্ছা ছিল না, ওনার তো পাবলিসিটি নেওয়ার ছিল।
অন্যদিকে, মমতার মন্তব্য প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনও চাপ এসেছে নিশ্চয়। সম্ভবত, মোদী দিদিকে বুঝিয়েছেন এতে ওনার ভাল হবে। নাহলে দিদির এই পাল্টিবাজি করার কোনও মানে হয় না। তিনি যে কথায় কথায় পাল্টিবাজি করতে অভ্যস্ত, তার আরও একটা প্রমাণ দিলেন তিনি।