সোচের উৎসবকালীন সম্ভার

এবারের উৎসবের মরশুমকে আরও জমজমাট করে তুলতে ‘সোচ’ এসেছে তাদের ফেস্টিভ কালেকশন নিয়ে। এই কালেকশনে থাকছে সিল্ক, সিল্ক ব্লেন্ড, মসলিন, চান্দেরী ও জর্জেট। নতুন কালেকশনে রাখা হয়েছে লাইটার থেকে ডার্কার – সবরকম কলারের শেডের সালোয়ার স্যুট, ড্রেস গাউন, কুর্তি স্যুট, লেয়ার্ড কুর্তা, শাড়ি, হেভি দুপাট্টা, ইত্যাদি। এগুলি উৎসবের সাজের জন্য তৈরি হয়েছে হাতে ও মেশিনে করা এমব্রয়ডারি, হ্যান্ডক্র্যাফটেড ক্রিস্টাল ও বিডওয়ার্ক দিয়ে। ছোটো বা বড় সবরকম অনুষ্ঠানের উপযুক্ত সামগ্রী এনেছে ‘সোচ’।

আধুনিক ও ক্লাসিক ফ্যাশনের সমন্বয় ঘটেছে সোচের কালেকশনে। সোচ ফেস্টিভ কালেকশনের কুর্তি স্যুটের দাম ৩৪৯৮ টাকা, স্যুট সেট ৬৯৯৮ টাকা, কুর্তার দাম শুরু হয়েছে ১৪৯৮ টাকা থেকে, শাড়ির দাম ৪৪৯৮ টাকা থেকে আরম্ভ। ফেস্টিভ কালেকশন পাওয়া যাবে সকল সোচ আউটলেটে ও অনলাইনে (www.soch.com)।