তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই ঘোষিত হয়েছে। এবার ছেলে-মেয়েদের উন্নতমানের শিক্ষা পরিষেবা দেওয়ার জন্য এখনকার দিনে অধিকাংশ বাবা মায়েরাই ইংরেজি মাধ্যম স্কুলমুখী হয়ে থাকেন।
তাই বাংলা মাধ্যমে স্কুলগুলির এই বেহাল দশা কাটিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করে তুলতে এবার এক নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারি সাহায্য প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় গুলিতে পড়ুয়া টানতে এবার ইংরেজি মাধ্যম হিসেবে গড়ে তুলতে জোর দিচ্ছে রাজ্য সরকার।
রাজ্যের বাংলা মাধ্যম স্কুলগুলিকে টিকিয়ে রাখার জন্য প্রাথমিক স্তর থেকে ইংরেজি মাধ্যম চালু করার পরিকল্পনা আগেই করেছিল রাজ্য সরকার। এই তালিকায় ইতিমধ্যেই সামিল হয়েছে হাওড়ার দুটি সরকারি স্কুল। যার মধ্যে অন্যতম সালকিয়া সাবিত্রী বালিকা বিদ্যালয়।