স্নিকার্সের নতুন ক্যাম্পেন

মার্স রিগলের স্নিকার্স তাদের নতুন ব্র্যান্ড ফিল্মের জন্য বিনয় পাঠক ও বেদিকা নওয়ানিকে নিয়ে এসেছে। স্নিকার্স ব্র্যান্ডের প্রচার ‘ইউ আর নট ইউ হোয়েন ইউ আর হাংরি’ (খিদে পেলে আপনি আর আপনাতে থাকেন না) বাক্যটির বাস্তব রূপ দিয়ে তৈরি এই ফিল্মে ‘ক্ষুধার যন্ত্রনা’ এক মজাদার মোড় নিয়েছে, যেরকমটি স্নিনার্সের অ্যাড ফিল্মে দেখা যায়।

এই নতুন টিভিসি আগেকার অ্যাড ফিল্মগুলির থেকে অনেকটাই অন্যরকম। এতে বাবার ভূমিকায় থাকা বিনয় পাঠক খিদে সহ্য করতে না পেরে এক ‘মনস্টার’ ট্রাক কিনে ফেলেছেন ‘জীবনের দৌড়ে জেতার জন্য’। পরে তিনি তার বোকামিটা বুঝতে পারেন যখন তিনি মেয়ের তাগিদে একটি নুগা, ক্যারামেল ও নাটসে ভরা চকোলেট বার ‘স্নিকার্স’ খান।