পাচারের ছক বানচাল, ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার গাঁজা

ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল ট্রাক ধামনাগজ এলাকায় ওই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকের গোপন চেম্বার থেকে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানা। ধৃতদের নাম রাজ্জাক মন্ডল এবং মফিজুল হক। ধৃত দুজনেই কোচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা।

এই ঘটনায় পণ্যবাহী ট্রাকটি আটক করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ফাসিদেওয়া থানার পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে শিলিগুড়ি থেকে বিধাননগরের দিকে একটি ট্রাকে গাঁজা পাচার হচ্ছে। সেই সুত্র ধরে ঘোষপুকুর ফুলবাড়ি জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

এরপর নির্দিষ্ট ওই ট্রাকটি দেখতে পেয়ে ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয় পুলিশ। এরপর শুরু হয় তল্লাশি। ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৭৭ কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।ধৃত দুই পাচারকারীকে আগামী বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হবে।