চালের বস্তার আড়ালে কাশির সিরাফ পাচার

বৃহষ্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশেষ পুলিশ দল ঝাড়খণ্ড রাজ্যের রাচি থেকে কোচবিহার গামী একটি চালের বস্তা বোঝাই ট্রাক আটক করে জলপাইগুড়ি সংলগ্ন জাতীয় সড়কে।

আটক করা ট্রাকটিতে থাকা চালের বস্তা সরিয়ে তল্লাশী চালাতেই বেরিয়ে আসে ৮০ টি বাক্সে রাখা ক্যাফ শিরাফ,যার আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

এই ঘটনায় চালের বস্তা নিয়ে যাওয়া ট্রাকটির চালক উওর প্রদেশের বাসিন্ধা মোঃ আবদুলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।