নকশালবাড়িতে মাদক পাচারের আগেই গ্রেফতার চোরাকারবারি

শিলিগুড়ি : মাদক চোরাচালানের আগে ৩১০ গ্রাম ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ। অভিযুক্তের নাম বিশ্বনাথ মণ্ডল। তিনি মালদহের কালিয়াচকের বাসিন্দা।

মালদহের কালিয়াচক থেকে নকশালবাড়িতে মাদক পাচার করতে যাচ্ছিল অভিযুক্তরা। পুলিশ গভীর রাতে নকশালবাড়ির বেঙ্গাইজোট থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।

তল্লাশিকালে তার কাছ থেকে ৩১০ গ্রাম উদ্ধার করা হয়। এর পর তাকে আটক করা হয় ব্রাউন সুগার। অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।