কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়বে বলে মনে করা হচ্ছে। অষ্টম বেতন কমিশন গঠন হলে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্তদের পেনশন ও ভাতা সংশোধন করা হবে।
২০২৫ সালের বাজেট ঘোষণার কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন অনুমোদনের ঘোষণা করলেও তা কবে স্থাপন করা হবে তার সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য ঘোষণা করেছেন, ২০২৬ সালের মধ্যে কমিশন গঠন করা হবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন চালু হওয়ার বিষয়টি দেখভালের জন্য শীঘ্রই চেয়ারম্যান ও দু’জন সদস্য নিয়োগ করা হবে।
উল্লেখ্য, এর আগে সপ্তম বেতন কমিশে ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ২.৫৭ হয়েছিল। তখন ন্যূনতম বেতন ৭ হাজার টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা হয়। প্রসঙ্গত, সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি ২০১৬ সালের ১ জানুয়ারি কার্যকর করা হয়েছিল। সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডঃ এইক্রয়ডের ফর্মুলার ভিত্তিতেই ২৬ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল। তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। বদলে ন্যূনতম বেতন মাত্র ১৮ হাজার টাকা রাখা হয়েছিল।