মালদার গৌড় মহাবিদ্যালয়ে চালু হল স্কিল হাব কোর্স

মালদার গৌড় মহাবিদ্যালয়ে চালু হল স্কিল হাব কোর্স। এই কোর্স খুব শীঘ্রই চালু হবে এই কলেজে এবং প্রথম পাঠান হবে এখানে জানাবেন গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার। জানা গেছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে এই স্কিল হাব কোর্স করতে পারবে ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি এই কর্মসূচিতে কলেজের ছাত্রীর উপস্থিতির হার লক্ষ্য করা যায় এবং আগামী মাস থেকে অনলাইন ভর্তির প্রক্রিয়ার মাধ্যমে কোর্সটি করতে পারবেন উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অসীম কুমার সরকার ও স্ক্রিন ডেভেলপমেন্ট কো অর্ডিনেটর ডঃ অনির্বাণ রায় সহ কলেজের অন্যান্য প্রফেসররা।
পাশাপাশি জানা গিয়েছে, বেকারত্বদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার এই নতুন স্কিল হাব কোর্স করতে পারবে। মোট পাঁচটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে গ্রাফিক্স ডিজাইনিং, হেল্থ কেয়ার হাইজিন, অ্যাপ্রেন্টিস বিউটিশিয়ান, হেয়ার ড্রায়ার এবং যোগা।