লটারির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের আবাসন দেওয়ার উদ্যোগ নিল SJDA

লটারির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাসন দেওয়ার উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ।মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের মাঠে আয়োজিত হলো লটারি।জানা গিয়েছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাসন দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিলিগুড়ি কাওয়াখালী এলাকাতে মোট ৪২২টি ফ্ল্যাট তুলে দেওয়া হবে। সেই লক্ষ্যেই মঙ্গলবার এই লটারির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা।

জানা গিয়েছে, এই ফ্ল্যাট পাওয়ার জন্য তপশিলি, উপজাতি সহ বিভিন্ন কোঠা থেকে ১৮৪৮ জন আবেদন করেছিলেন তার মধ্যে ১৮২৮ টি আবেদন গৃহীত হয়। এদিন এই আবেদনকারীরাই লটারিতে অংশ নেয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের হাতে এই আবাসনের চাবি গুলি তুলে দেবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান।