পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থানে কোচবিহারের ছয় জন বিধায়ক

বেছে বেছে বিজেপি প্রার্থী এবং বিজেপি নেতৃত্বদের গ্রেফতার করার প্রতিবাদে আজ কোচবিহারে পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থানে বসেছে কোচবিহারের ছয় জন বিধায়ক। অভিযোগ, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। তৃণমূলের নির্দেশে পুলিশ বেছে বেছে বিজেপি প্রার্থীদের গ্রেফতার করছে।

বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, “নির্বাচন ঘোষণার পর থেকে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়। বিজেপির প্রার্থীদের বাড়িতে হামলা হচ্ছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপির প্রার্থীদের বেছে বেছে গ্রেফতার করছে পুলিশ। বিজেপি জেলা পরিষদের প্রার্থী তরনিকান্ত বর্মনকে পুলিশ গ্রেফতার করেছে। একই মামলায় তৃণমূলের অঞ্চল সভাপতির নাম রয়েছে পুলিশ তাকে গ্রেফতার করছে না। সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী টুলটুল বর্মনকে পুলিশ গ্রেফতার করেছে। তার নামে কোনো মামলাও নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে কোচবিহারে এসে পুলিশ সুপারকে এমন কি বলে গেলেন যে পুলিশ সুপার বেছে বেছে বিজেপি প্রার্থীদের গ্রেফতার করছে। যতক্ষণ পর্যন্ত পুলিশ সুপার এসে কথা বলবেন না তাদের এই অবস্থান চলবে।”