মদ বিক্রি করার প্রতিবাদ করায় একই পরিবারের ছয় জনকে মারধর ও সোনার অলংকার এবং মোবাইল ছিনতাই করার অভিযোগ চার ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নং ব্লকের দক্ষিণ রামপুর এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনার পর শুক্রবার বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত পরিবার।অভিযোগ কয়েকদিন আগে এলাকায় মদ বিক্রি করা কে কেন্দ্র করে ওই পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। এবং মদ বিক্রেতা দের সঙ্গে ওই পরিবারের বচসাও হয়। গতকাল রাতে অভিযুক্ত চার যুবক আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে মদ্যপ অবস্থায় ওই বাড়িতে হামলা চালায়। এবং পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বক্সিরহাট থানায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
মদ বিক্রি করার প্রতিবাদ করায় একই পরিবারের ছয় জনকে মারধর
