নভেম্বর শেষ হলেও দেখা নেই শীতের৷ নিম্নচাপের ধাক্কায় চড়তে থাকে পারদ৷ শীতের আমেজ হারিয়ে ফের গরমে অস্থির কাণ্ড৷ প্রকৃতির এই খামখেয়ালিপনায় ধন্দে পড়েছিল মানুষ৷ কবে জাঁকিয়ে বসবে শীত? সেই অপেক্ষাতেই প্রহর গুনছিল রাজ্যবাসী৷ শীতপ্রেমীদের জন্য সুখবর দিল আবহাওয়া দফতর৷ আজ থেকে ফের ফিরবে শীতের আমেজ৷
নভেম্বরের শেষ হতে চলছে৷ এখনও শীত না আসায় মন খারাপ অনেকেরই৷ তবে এবার জাঁকিয়ে বসবে শীত৷ চলতি সপ্তাহের শেষেই নামবে তাপমাত্রার পারদ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, প্রায় ১৫ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রার পারদ৷ সেই সঙ্গে বইবে উত্তুরে হাওয়া৷ ক্রমশ হাওয়ার দাপট বাড়বে৷ বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস৷
মূলত নিম্নচাপ আর গরম বাতাসের উপস্থিতিতে ভেস্তে গিয়েছে শীতের আমেজ৷ গত কয়েকদিন সকালে কুয়াশা থাকলেও ঠাণ্ডার আমেজ অনুভূত হয়নি। মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রোদের তাপও বেশ অনুভূত হয়েছে৷
আংশিক মেঘলা থাকবে আকাশ৷ তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তর ও দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়াতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।