শিলিগুড়ি : শিলিগুড়ি টাউন ৩ ব্লক নমঃশুদ্র ও উদবাস্তু সেলের পক্ষ থেকে ৪০ নং ওয়ার্ডের প্রধান মোড় বটতলাতে ২০০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল মঙ্গলবার।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব, পশ্চিমবঙ্গ নমঃশুদ্র ও উদবাস্তু সেলের রাজ্য সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার, শিলিগুড়ি টাউন ৩ ব্লক জয়হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ অধিকারী ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদবাস্তু সেলের চেয়ারম্যান নবকুমার বসাক।