৮০ তম “টক টু মেয়র” অনুষ্ঠানে এক ছাত্রের করা অভিযোগ গুরুত্ব সহকারে শুনলেন মেয়র

Estimated read time 1 min read

শিলিগুড়ি:- শনিবার মানেই অভাব অভিযোগ শোনবার পালা শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের।সেই মতো আজ ২৮জন নানান অভিযোগ মেয়র সাহেবের কাছে জানান।এরই মাঝে শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওর্য়াড থেকে চতুর্থ শ্রেণীর ঋষি বিশ্বাস নামে এক ছাত্র তাঁর এলাকার রাস্তার শোচনীয় অবস্থার কথা মেয়রকে জানান।

শিশুরা হলো ভগবান তাঁর কথা গুরুত্ব সহকারে শুনে অতি শিঘ্রই এই সমস‍্যা সমাধানের কথা জানান।মেয়র গৌতম দেব জানান শিশুদের কে খুব ভালো বাসেন তিনি,সেই জন‍্য চকলেট রাখেন তিনি সবসময়।

বাঘাযতীন কলোনির সেই ছোট্ট শিশুটির প্রতিদিন সকালে ভাঙাচুরা রাস্তা দিয়ে স্কুলে যেতে খুব অসুবিধা হচ্ছে।এই কথা শুনেই প্রথমে যথাযথ গুরুত্ব সহকারে সমস‍্যা সমাধানের চেষ্টা তিনি করবেন।

You May Also Like

More From Author