পৌর নিগম সূত্রে জানা গিয়েছে ওই ব্যবসায়ী বেআইনিভাবে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ মজুদ করেছিল। স্পেসিফিক খবরের ভিত্তিতেই ওই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ মজুদ থাকা গুদামে হানা দিল শিলিগুড়ি পৌর নিগম।বুধবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি পৌর নিগমের পরিবেশ বিভাগের কর্মীরা, শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্টের পুলিশ কর্মীদের সাথে নিয়ে শিলিগুড়ির খালপাড়া এলাকার ঐ গুদামে হানা দেয়। শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন আইন ভেঙে ওই গুদামে লক্ষ লক্ষ টাকার প্লাস্টিক ক্যারিব্যাগ মজুদ করা হয়েছিল। প্লাস্টিক ক্যারিব্যাগ পুরোপুরি নিষিদ্ধ।
সিঙ্গেল ইউজ এই প্লাস্টিক ক্যারি ব্যাগ বেআইনিভাবে মজুদ রেখে শহরের বিভিন্ন বাজারে সাপ্লাই দেওয়া হচ্ছিল বলেই কর্পোরেশনের কাছে অভিযোগ এসেছিল। সেই খবরের ভিত্তিতেই অভিযান চালায় শিলিগুড়ি পৌর নিগম। শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্টের পুলিশকে সাথে নিয়ে ওই অভিযান সংঘটিত করা হয়। শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন প্রায় এক ট্রাক নিষিদ্ধ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত হয়েছে।ঐ ব্যবসায়ীর বিরুদ্ধেও আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রঞ্জন বাবু।
সূত্রের খবর মিলনপল্লীর বাসিন্দা ঐ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ কারবাড়ীর আরো দুটি গুদাম শিলিগুড়ি শহরে রয়েছে। সেখানেও অভিযান সংগঠিত করবে পুলিশ এবং পৌরনিগম বলেই সূত্রের খবর। সূত্রের খবর দীর্ঘদিন ধরেই ওই ব্যবসায়ী বেআইনিভাবে হকার্স কর্নার পার্শ্ববর্তী রেল গেটের পাশের দোকান থেকে এবং শহরের দু তিনটি গুদাম থেকে শহরের বিভিন্ন বাজারে নিষিদ্ধ প্লাস্টিক কারী ব্যাগ সাপ্লাই করতে বলেই অভিযোগ। এখন এটাই দেখার অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় শিলিগুড়ি পৌরনিগম।