সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর নতুন রাজ্য কমিটিতে স্থান পেতে পারে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বিজেপিতে নতুন মুখ হলেও দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সাথে যুক্ত। পাশাপাশি তিনি সুবক্তা হিসেবেও পরিচিত শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গে। বিজেপিতে যোগদানের কয়েকদিনের মাথাতেই বিধানসভা নির্বাচনে শিলিগুড়ির প্রার্থী হয়েই জনপ্রিয়তার শীর্ষে থেকে তিনি অশোক ভট্টাচার্য ও তৃণমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্রের মতো বরিষ্ঠ রাজনৈতিক নেতাদের ধরাশায়ী করে বিজয় হাসিল হয় তার। স্বাভাবিকভাবেই শংকর ঘোষের প্রতি দলের আস্থা অনেকখানি। এবার তাকে সামনে রেখেই পুরনিগম নিজেদের দখলে রাখতে চায় বিজেপি। সামনেই পুরনিগম নির্বাচন। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র বিজেপির হাতে, দার্জিলিং জেলার লোকসভা কেন্দ্রটিও বিজেপির দখলে। এবার শিলিগুড়ি পুরনিগম দখল করতে চায় বিজেপি। তারই ফলপ্রসূ হিসেবে শংকর ঘোষকে সামনের সারিতে রেখে পুরনিগম দখলের লড়াই লড়তে চায় বিজেপি। ফলত রাজ্য কমিটির একটা বড় দায়িত্ব পেতে পারে শংকর ঘোষ তেমনটাই গুঞ্জন বিজেপি মহল। স্থান পেতে পারেন মিহির গোস্বামীও। ইতিমধ্যে দিল্লী উড়ে গেছেন বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। রাজনৈতিক মহলের ধারণা পৌর নির্বাচনের আগে উত্তরবঙ্গের দলকে সাজাতে রাজ্য কমিটিতে বেশি সংখ্যক উত্তরের নেতারা স্থান পেতে পারে নতুন কমিটিতে। যদিও আজ রাতের মধ্যেই নয়ত কালকের মধ্যেই নতুন এই কমিটিতে কারা কারা থাকছেন তা স্পষ্ট হয়ে যাবে।