শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কাপের জয় লাভ করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ দল

মাদকে নয় মাঠে থাকুন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগ। তরুণ যুব প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখার।আর এই কারণেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় এলাকাতে শুরু হয়েছিল ফুটবল খেলা।বাগডোগরা থেকে শুরু করে ভোরের আলো প্রতিটি থানা এলাকার বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে হয় ফুটবল টুর্নামেন্ট।অবশেষে ফাইনালে ওঠে বাগডোগরা থানা এলাকার ফুটবল দল।

আজ সেই জয়ী দলের সাথে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে ফাইনাল ম্যাচ ছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের সাথে খেলা।এই খেলাতে জয়লাভ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দল।এক শূন্য গোলে বাগডোগরা থানা এলাকার ফুটবল দলকে হারিয়ে দেয়।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ফুটবল দল।এই খেলার লক্ষ একটাই “SAY YES TO FOOTBALL, SAY NO TO DRUGS”।

আজ এই খেলায় জয়লাভের পর জয়ী দলকে পুরস্কার তুলে দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সি সুধাকর।পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) তনময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) বিশ্ব চাঁদ ঠাকুর,ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) রাকেশ সিং সহ বিভিন্ন এসিপি এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা।