শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চালাতে প্রস্তুত

হাতে আর মাত্র একটি দিন তারপরেই শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট।এই মুহূর্তে চলছে চূড়ান্ত ভোট প্রক্রিয়ার কাজকর্ম।ব্যস্ত দার্জিলিং জেলা প্রশাসনের পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোটে প্রায় দেড় হাজার ভোট কর্মী নিয়োগ করেছে প্রশাসন।ইভিএম পাহারা থেকে শুরু করে বুথ পাহারায় থাকবেন কয়েক হাজার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মী।

প্রচারের এখন প্রায় শেষ লগ্ন।অপরদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চালাতে সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে।ভোটের আগে এখনও পর্যন্ত কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটেনি।বাম দখলে থাকা শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করতে এবার আপ্রান প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি।অপরদিকে বাম কংগ্রেস জোটও পিছিয়ে নেই।শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকাতে প্রতিটি মেট্রোপলিটন পুলিশের থানা সদা সতর্ক।মাটিগাড়া থানা ও বাগডোগরা থানার পুলিশ রাতে বিভিন্ন এলাকায় টহল দেওয়ার পাশাপাশি শিলিগুড়ি শহরের ব্যস্ততম সড়ক গুলোতেও নাকা তল্লাশি চালাচ্ছে।

শুক্রবার সকালে বাগডোগরা থানার পুলিশ আচমকা নাকা তল্লাশি শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে।যে কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।গাড়ি থামিয়ে তল্লাশির পাশা পাশি দেহ তল্লাশি পর্যন্ত করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।শান্তিপূর্ণভাবেই শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোট অতিবাহিত করা এখন বড় চ্যালেঞ্জ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কাছে।