শিলিগুড়ি লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার ফেমিনার উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন

Estimated read time 1 min read

শিলিগুড়ি লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার ফেমিনার উদ্যোগে ২৩/০৮/২০২৪ তারিখে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। শিলিগুড়ির অন্তর্গত চম্পাসারির মধ্য পলাশ স্পোর্টিং ক্লাবে এই ক্যাম্পের আয়োজন করা হয়। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল, নর্থবেঙ্গল নিউরো সেন্টার প্রাইভেট লিমিটেড, ষ্টার ডেন্টাল এন্ড কসমেটিকও এই ক্যাম্পের জন্য সমানরূপে যৌথ উদ্যোগ নেয়। ১৬ টি বৃক্ষরোপনের মধ্যে দিয়ে এদিনের পোগ্রামটির সূচনা করা হয়। এদিন বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার পাশাপাশি ৫০ টি ছাতা ও শিশুদের বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়। বয়স্কদের জন্য চশমা কেনার ক্ষেত্রে চশমার দামে বিরাট ছাড় দেওয়া হয়। ৩০০ জনকে বিনামূল্যে খাওয়ানোরও ব্যবস্থা করা হয় এদিন।

শিলিগুড়ি লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার ফেমিনা এর আগেও এই ধরণের উদ্যোগ নিয়েছে এবং দরিদ্র মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে। এবারও তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

এদিনের এই ক্যাম্প নিয়ে নর্থবেঙ্গল নিউরো সেন্টার প্রাইভেট লিমিটেডের মার্কেটিং এক্সিকিউটিভ জয়ন্ত ব্যানার্জী জানিয়েছেন, এদিন চম্পাসারিতে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। এছাড়াও নানান ব্যবস্থা নেওয়া হয়েছিল। উপস্থিত সকলকে একটি কার্ডও দেওয়া হয় যেটি দেখিয়ে চশমা বানানোর ক্ষেত্রে এবং Jupitar (MRI & Diagonstic Centre)-এ পাওয়া যাবে বিশেষ ছাড়। এমন ধরণের উদ্যোগ আগেও নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন আরোও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি ।
বিশেষ ছাড়ের সুবিধে নিতে যোগাযোগ করুন –
Jayanta Banerjee (Marketing Executive) – 9832034826/9382966576

You May Also Like

More From Author