আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিলিগুড়ি খালপাড়া পুলিশের তরফে মিছিলের আয়োজন

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আমি নারী আমি সব পারি। সেই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি খালপাড়া পুলিশ ফাড়ির তরফ থেকে স্থানীয় মহিলাদের কে সাথে নিয়ে একটি মিছিলের আয়োজন করে। শোভাযাত্রাটি খালপাড়া এলাকার মিলন সমিতি শীতলা মন্দির থেকে  শুরু হয় স্থানীয় মহিলা ও পুরুষেরা অংশগ্রহণ করে, শীতলা মন্দির থেকে শুরু করে খালপাড়ার একাধিক রাস্তা পরিক্রমা করে আবার শীতলা মন্দিরে এসে শেষ করে। 

শীতলা মন্দিরে পুরুষ ও মহিলাদেরকে সাথে নিয়ে আজকে এই নারী দিবস কেন কিসের জন্য সেই বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস খালপাড়া আউটপোস্টের ওসি সুদীপ দত্ত সহ একাধিক পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।