শিলিগুড়ি জংশন স্টেশনকে করা হচ্ছে আরও আধুনিক, শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়লো শিলিগুড়ির আরও একটি স্টেশনের। নাম জুড়লো শিলিগুড়ি জংশনের। অমৃত ভারত প্রকল্পের আওতায় এই স্টেশনটিকে অত্যাধুনিক আঙ্গিকে সাজিয়ে তোলা হবে। এই কাজের শিলান্যাস হলো সোমবার।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্টা সহ দুই বিধায়ক শংকর ঘোষ এবং শিখা চ্যাটার্জী এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ জানান, বাগরাকোট এলাকায় রেল লাইনের ওপর দিয়ে ফুট ওভার ব্রিজ তৈরি করা প্রয়োজন৷ এছাড়াও ঠাকুরনগর এলাকায় রেল ওভার ব্রিজের জন্য টাকা বরাদ্দ হয়েছে সমস্ত জট কাটিয়ে সেই কাজ দ্রুত শুরু হওয়া প্রয়োজন।

একইসঙ্গে শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ তকমা যাতে দেওয়া যায় সেই বিষয়েও সওয়াল করেন তিনি। সাংসদ রাজু বিস্টা জানান, মোদি সরকারের আমলে ১৩ হাজার ৮০০ কোটির বাজেট হয় রেলের উন্নয়ন কল্পে। উত্তরের আটটি স্টেশনকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হবে। সেই তালিকায় রয়েছে শিলিগুড়ি জংশন স্টেশনও।