কন্টেনারে করে লুকিয়ে গরু পাচারের চেষ্টা। ব্যর্থ করে দিলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার সকালে ফুলবাড়ীর চুনাভাটি এলাকায় গরু ভর্তি একটি কন্টেনার আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট 27 টি গবাদি পশু উদ্ধার হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ী সংলগ্ন চুনাভাটি এলাকায় রাস্তায় পুলিশের ভ্যান দেখে গরু ভর্তি কন্টেইনার ফেলে রেখেই পালিয়ে যায় গাড়ির চালক ও সহকারী চালক।
উল্লেখ্য দুদিন আগেও ফুলবাড়ী এলাকা থেকে গরু ভর্তি একটি লরি আটক করে তল্লাশি চালিয়ে সেখান থেকে কুড়িটি গরু উদ্ধার করেছিল পুলিশ। দুদিন যেতে না যেতেই আবারো বিরাট সাফল্য এনজেপি থানার পুলিশের।
জানা গিয়েছে, পুলিশের চোখকে ধুলো দিতে কন্টেইনারে করে ২৭ টি গরু বিহার থেকে ফুলবাড়ি হয়ে আসামে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।