সিকিমে পৌঁছেছে স্যামসাং-এর ‘সল্ভ ফর টুমরো’

Estimated read time 1 min read

স্যামসাং তার ‘সল্ভ ফর টুমরো’ প্রোগ্রামের অংশ হিসেবে সিকিমের মানগানে তার প্রথম ডিজাইন করা থিংকিং এবং লার্নিং ওয়ার্কশপ লঞ্চ করেছে। এই মানব-কেন্দ্রিক উদ্যোগটি সিকিমের নির্বাচিত স্কুলগুলিতে চালু করা হবে যার মাধ্যমে পড়ুয়াদের মধ্যে সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তাভাবনা, অনুসন্ধান এবং সৃজনশীলতার মতো প্রয়োজনীয় দক্ষতাগুলিকে বিকশিত করা হবে। ‘সল্ভ ফর টুমরো’ প্রোগ্রামটি বিশেষ করে ভারতীয় পড়ুয়াদের জন্য ডিজাইন করেছে কোম্পানি। এটি চিন্তার প্রশংসা করে তাদের বাস্তব-বিশ্বের সমস্যার সমাধান করতে উত্সাহিত করে৷

সল্ভ ফর টুমোরো কেবল একটি প্রতিযোগিতায় নয় বরং ভবিষ্যৎ উন্নত করার প্রতি একটি ইতিবাচক পদক্ষেপ। এটি পড়ুয়াদের একাডেমিক পাঠ্যক্রমের একটি মূল অংশ হিসেবেও অন্তর্ভুক্ত হয়েছে। জীবনকে উন্নত করতে সহানুভূতি, সংজ্ঞা, ধারণা, প্রোটোটাইপিং এবং সমাধানগুলির পরীক্ষাকে উত্সাহিত করতে ডিজাইন প্রক্রিয়াটি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে, সমস্যা-সমাধানের ক্ষেত্রে তাদের ক্ষমতা বাড়াবে। ২০১০ সালে শুরু হওয়া এই কর্মসূচিটি বিশ্ব জুড়ে ২.৩ মিলিয়নেরও বেশি পড়ুয়াদেরকে শিক্ষিত করেছে। বর্তমানে স্যামসাং ৬৩ টি দেশে এই কর্মসূচিটি চালাচ্ছে।

স্যামসাং দক্ষিণ-পশ্চিম এশিয়ার কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট এসপি চুন বলেছেন, “স্যামসাং ‘সল্ভ ফর টুমরো’-এর লক্ষ্য পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়ন করা এবং দেশে একটি উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলা। পড়ুয়াদের সমস্যা সমাধান, সহযোগিতা এবং সৃজনশীল চিন্তাভাবনাকে উৎসাহিত করতে আমরা ইতিমধ্যে ১০ টি স্কুলে কর্মসূচিটি চালু করেছে। পড়ুয়াদের আত্মবিশ্বাসের প্রসার ঘটিয়ে এটি তাদের মৌলিক বিষয়গুলি নিয়ে প্রশ্ন করার, বাস্তব-বিশ্বের সমস্যাগুলি সনাক্ত করার এবং প্রযুক্তি-ভিত্তিক সমাধানগুলি প্রস্তাব করার সুযোগ দেবে।”

You May Also Like

More From Author