সিগনেচার প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে এল পরিবেশ-বান্ধব জিরো ফেস্টিভ্যাল ২০২৪

Estimated read time 1 min read

সিগনেচার প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার অরুণাচল প্রদেশে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ পরিবেশ-বান্ধব মিউজিক ফেস্টিভাল, জিরো ফেস্টিভ্যাল ২০২৪ নিয়ে আসতে চলেছে। এই ৪ দিনের উৎসব অরুণাচলের জিরো ভ্যালিতে প্রকৃতির মাঝে ডুবে থাকার অভিজ্ঞতা দেবে। এখানে উপস্থিত থাকবেন লেজেন্ডারি তামিক্রেস্ট, কৈলাশ খের, হনুমানকাইন্ড এবং কেরালার হিপহপ স্টার দাবজি প্রমুখ শিল্পীরা।

ডায়াজিও ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট বরুণ কুরিচ বলেছেন, “জিরো ফেস্টিভ্যালের সঙ্গে আমাদের অংশীদারিত্ব সিগনেচার প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের ‘লাইভ গুড, ডু গুড’ ফিলোসফির প্রমাণ। যা মননশীল জীবনযাপনের যে বাড়তে থাকা চাহিদা রয়েছে তা পূরণ করার চেষ্টা চালায়।” অনুপ কুট্টি, সহ-প্রতিষ্ঠাতা, জিরো ফেস্টিভ্যাল, যোগ করেছেন, “জিরো ফেস্টিভ্যাল শিল্পীর সঙ্গে শ্রোতার সংযোগ স্থাপনের প্ল্যাটফর্ম।”

উৎসবে বিভিন্ন পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া হবে যেমন এক্সক্লুসিভ ক্যাম্পসাইট,ফার্ম টু টেবিল কুইজিন, থাকবে বিভিন্ন পরিবেশ-বান্ধব অ্যাকটিভিটি। সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাতে বায়োডিগ্রেডেবল তামুল প্লেট ব্যবহার করা হবে। বাঁশ এবং স্থানীয় আপাতানি ক্রাফ্টের প্রচারও করা হবে।

You May Also Like

More From Author