এক হলো চার হাত, সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ ও কিয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এক হলো চার হাত৷ রাজস্থানের ধুধু মরু প্রান্তরকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী৷ রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় দূর্গে বসেছিল তারকা জুটির রাজকীয় বিয়ের আসর৷ নব দম্পতিকে দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা৷ বিয়ের মণ্ডপের গুচ্ছ ছবি পোস্ট করেন কিয়ারা৷ যা দেখার পর নবদম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা৷ সিড-কিয়ারার বিয়ের খবরের মাঝেই প্রতিক্রিয়া জানালেন সিদ্ধার্থের প্রাক্তন আলিয়া ভাট৷

এক সময় সম্পর্কে ছিলেন আলিয়া-সিদ্ধার্থ৷ পরে সেই সম্পর্ক ভেঙে যায়। ২০১২  সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-ছবির মধ্যে দিয়ে একসঙ্গে ডেবিউ করেছিলেন আলিয়া-সিদ্ধার্থ। আলিয়ার সঙ্গে তাঁর কেরিয়ারেরও বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। সম্পর্ক ভাঙার পর নিজেদের জীবনে এগিয়ে যান তাঁরা। গত বছরই ছোটবেলার ক্র্যাশ রণবীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আলিয়া৷ এদিকে নতুন বছর পড়তেই ‘শেরশাহ’ ছবির সহ অভিনেত্রী কিয়ারা আডবাণীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন  সিদ্ধার্থ। প্রাক্তনের বিয়েতে শুভেচ্ছা জানালেন রণবীর ঘরণী৷

এদিন সিদ্ধার্থ কিয়ারার বিয়ের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে আলিয়া লেখেন, ‘‘দু’জনকেই অনেক শুভেচ্ছা’’, সেই পোস্টে জুড়লেন হৃদয়ের ইমোজি। স্বামীর প্রাক্তন বান্ধবী হলেও আলিয়াকে বেশ পছন্দ করেন কিয়ারা। কিয়ারা-সিডকে শুধু আলিয়াই নন, তাঁদের শুভেচ্ছা জানিয়েছে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, সামান্থা রুথ প্রভু সহ অন্যান্য তারকারা।