মুকুলের দল বদলকে ভাল চোখে দেখছেননা শুভেন্দু

সম্প্রতি ফুল বদল করেছেন মুকুল রায়। গেরুয়া ফুল থেকে ঘাস ফুলে ফিরেছেন তিনি। তার এই দল বদলের পর এবার ধীরে ধীরে মুখ খুলছেন বিজেপি নেতারা। আর এবার দলত্যাগ বিরোধী আইন নিয়ে ময়দানে নামছেন শুভেন্দু অধিকারী। তিনিই এখন বিরোধী দলনেতা। আজ বিকেল চারটে নাগাদ প্রতিনিধি দল তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। দলত্যাগ বিরোধী আইন নিয়ে সেখানে বিস্তর আলোচনা হতে পারে।তিনি নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন।

মুকুলের বিজেপি ত্যাগের পর মেদিনীপুরে সাংগঠনিক বৈঠকে গিয়ে মুকুল রায় আর মুখ্যমন্ত্রী মমতাকে একহাতে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, দল ভাঙানো মাননীয়ার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আর বারবার দল ছাড়া রায়সাহেবের স্বভাব। মাননীয়া রাজ্যে বিরোধী শক্তিকে রাখতেই চান না। তবে আমরাও ছাড়ব না। দলত্যাগ বিরোধী আইন কীভাবে কার্যকর করতে হয় দেখিয়ে দেব।