বৃহস্পতিবার অর্থাৎ আজ মোহালিতে হয়ে গেল প্রথম টি ২০ ম্যাচ , ফিল্ডিং করার পর আফগানিস্তান র বিরুদ্ধে প্রথমে খেলতে নেমেছিল রহিত শর্মা এবং শুবমান গিল । অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমানের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ভারতীয় দলের ব্যাটিং শুরুটা ভালো হয়নি। একটি রান তাড়া করার সময়, রোহিত মিড অফে বল আঘাত করার পরে একটি রানের জন্য ডাকেন, কিন্তু শুভমান তার কথা শুনতে পাননি এবং পরিবর্তে বলটি দেখছিলেন। ফলস্বরূপ, শুভমান যখন বুঝতে পেরেছিল যে কী ঘটেছে ততক্ষণে রোহিত ইতিমধ্যেই অন্য প্রান্তে পৌঁছেছিলেন।
১৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রত্যাবর্তনেই শূন্য। রান আউট হয়ে ফেরেন রোহিত। স্বাভাবিক ভাবে রাগ চেপে রাখতে পারেননি। শুভমনের ওপর মেজাজ হারান।
ভুল বোঝাবুঝি, রান আউট নতুন নয়। রোহিতের ক্ষেত্রেও নয়। তরুণ ওপেনিং পার্টনারের ওপর সে সময় মেজাজ হারালেও ম্যাচের পর শান্ত রোহিত। রান আউট এবং রাগ সম্পর্কে বলেন, ‘সত্যি বলতে, এই বিষয়গুলো ঘটেই থাকে। সেই মুহূর্তে রাগ, হতাশ হওয়াটাই স্বাভাবিক। প্রত্যেকেই চায় ক্রিজে থাকতে, টিমের জন্য রান করতে। চেয়েছিলাম গিল ক্রিজে থাকুক। ও একটা ভালো ইনিংসের দিকেই এগোচ্ছিল। তবে আউট হয়ে গেল।