অতিক্রম করে চলছে সময়, প্রায় চার মাসের কাছাকাছি পৌঁছাতে চললো রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। আরো খারাপ হয়ে উঠেছে পরিস্থিতি। দৈনিক অন্তত ১০০ থেকে ২০০জন ইউক্রেনীয় সেনা রাশিয়ার সেনার হাতে খুন হচ্ছে। ইউক্রেনের যুদ্ধ এখন চলছে রাস্তায় রাস্তায়। ইউক্রেনের এক সেনা মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার হামলায় গত ১০০ দিনে ইউক্রেনের ১০ হাজার সেনার মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলাতে ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কাছে নতুন করে অস্ত্র সহযোগিতার আর্জি জানিয়েছে। পাল্টা শিক্ষা দিতে রাশিয়া আক্রমণ আরও ভয়াবহ করছে।
গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ কবে থামবে সেব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা নেই। ফলে হিংসা আর ধ্বংস আগামীদিনেও অব্যাহত থাকবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাশিয়ান সেনা এখন নির্বিচারে হত্যা করছে যুদ্ধরত ইউক্রেনের সেনাদের। ইউক্রেনের সরকারি মুখপাত্রের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, প্রতিদিন রাশিয়ান সেনা অন্তত ১০০ থেকে ২০০জন ইউক্রেনীয় সেনাকে খুন করছে। পরিস্থিতি সামাল দিতে ইউক্রেন পশ্চিমী দেশগুলির কাছে আর্জি জানিয়েছে তারা যেন অস্ত্র জুগিয়ে সহায়তা করে। ইউক্রেন ভূখণ্ডে রাশিয়া এখন লাগাতার রকেট হামলা চালাচ্ছে।
ইউক্রেনের সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা জানাচ্ছেন, পরিস্থিতি কোনদিকে মোড় নেবে এখন তা নির্ভর করছে পশ্চিমী দেশগুলি ইউক্রেনকে পর্যাপ্ত অস্ত্রের জোগান দেবে কিনা তার ওপরই। রাশিয়ার সেনাবাহিনীর হাতে ইউক্রেনের সেনার থেকে কয়েকগুণ বেশি অস্ত্র মজুত রয়েছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, নতুন করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে উদ্যোগী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। শীঘ্রই ইউক্রেন সেনার হাতে পৌঁছবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পাঠানো অস্ত্রশস্ত্র। শত শত ইউক্রেনীয় সেনার মৃত্যুর পাশাপাশি গত ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে রাশিয়ারও ৩০ হাজারের বেশি সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। এখন জোর যুদ্ধ চলছে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনজুড়ে। তবে দৈনিক কত সংখ্যক ইউক্রেনীয় সেনার মৃত্যু হচ্ছে তা নিয়ে মতভেদ রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এক উপদেষ্টা জানিয়েছেন, দৈনিক অন্তত ২০০জন ইউক্রেনীয় সেনাকে খুন করছে রাশিয়ার সেনারা। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এব্যাপারে অন্য পরিসংখ্যান পেশ করেছেন। জেলেনস্কি জানিয়েছেন, দৈনিক অন্তত ১০০জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করছে রাশিয়ার সেনা। অন্য একটি সূত্র্রের খবর, গত ১০০ দিনে ইউক্রেনের ১০ হাজার সেনাকে খুন করেছে রাশিয়ার সেনা। বর্তমানে যুদ্ধের যা গতিপ্রকৃতি তাতে ইউক্রেনের রাস্তায় রাস্তায় রাশিয়া বনাম ইউক্রেনের সেনাদের মধ্যে যুদ্ধ চলছে। ওয়াকিবহাল মহলের মতে, ইউক্রেন নতুন করে পশ্চিমী দেশগুলির কাছ থেকে অস্ত্র সহযোগিতা পেলে যুদ্ধ আগামীদিনে আরও ভয়াবহ আকার ধারণ করবে।