বন বিভাগের নড়বড়ে খাঁচা, থাপ্পড় মেরে ভেঙে পালালো চিতা বাঘ, আতঙ্কে আম জনতা

Estimated read time 1 min read

সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে। জানা গিয়েছে,বেশ কিছুদিন ধরে আমবাড়ি চা বাগানে চিতাবাঘের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছিল। প্রায় এক সপ্তাহ আগে আমবাড়ি চা বাগানের ১৬/১৭ নম্বর সেকসনে খাঁচা পাতে বনদফতর।সেই খাঁচাতেই সোমবার সকালে ধরা পড়ে একটি চিতাবাঘ।খবর চাউর হতেই চিতাবাঘ দেখতে প্রচুর উৎসাহী মানুষ খাঁচার সামনে  জড়ো হয়।

মানুষের ভিড় দেখে খাঁচার ভেতর ছোটাছুটি করতে থাকে চিতাবাঘটি। খাঁচাটি দুর্বল থাকায় আচমকা খাঁচার দরজা ভেঙে চিতাবাঘটি বাইরে বেড়িয়ে আসে।বেড়োনোর সময় সামনে দাঁড়িয়ে থাকা চা বাগানের এক চৌকিদারকে জখম করে। জখম চৌকিদারের নাম চঞ্চল দাস।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে তাকে আমবাড়ি স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় । পরবর্তীতে তাকে বানারহাট হাসপাতাল থেকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের কর্মীরা। ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে চা বাগানে।

You May Also Like

More From Author