লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে তুলকালাম পরিস্থিতি মহারাষ্ট্র। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন শরদ পাওয়ার। এনসিপি প্রতিষ্ঠাতার এহেন ঘোষণায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে মারাঠা রাজনৈতিক মহলে।
তাঁর পদত্যাগের পর দলের রাশ মেয়ে সুপ্রিয়া সুলের কাছে যায় নাকি ভাইপো অজিত পাওয়ার দলের সভাপতি হন, এখন সেদিকে নজর সবার। এদিন শরদ পাওয়ার এনসিপি সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কথা বললেও জানিয়ে দেন তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না এখনই।
প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে এখন থেকেই ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে শাসক-বিরোধী সব দলই। বিরোধী জোট নিয়েও বাড়ছে চাপানউতর। কিন্তু, আসন্ন লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়ি জোটের শরিকরা যৌথভাবে লড়াই করবে কি না, তা নিয়ে কিছুদিন আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন শরদ পাওয়ার। তারমধ্যেই এই পদত্যাগ নিয়ে জোর শোরগোল দেশের রাজনৈতিক মহলে।