লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে ঠাকুরনগরের মতুয়াধামে পৌঁছয় তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে ঢুকতেই পারেননি নেতা।
অভিযোগ ওঠে কয়েকশো পুলিশ ফোর্স নিয়ে মতুয়াধামের কাছে মিছিল করতে চেয়েছিলেন সাংসদ অভিষেক। কিন্তু মতুয়া সম্প্রদায় তাতে বাধা প্রদান করায় মতুয়া অনুগামীদের মারধর করে হাসপাতালে পাঠানো হয়। এমনটাই অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতিও হয়।
তবে এই ঘটনা নিয়ে একাধিক অভিযোগ জানানো হলেও, প্রশাসনের তরফে কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি বিজেপির শান্তনু ঠাকুরের। উল্টে নিগৃহীতদের বিরুদ্ধেই ৫টি এফআইআর দায়ের করা হয়। তাদের দলের কর্মী-সমর্থকদের গ্রেফতারও করা হয় বলে অভিযোগ ওঠে। এবার এই নিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শান্তনু ঠাকুর। আগামীকাল মামলার শুনানি।