বন্ধন ব্যাঙ্কের রিটেইল হেড হলেন শান্তনু সেনগুপ্ত

শান্তনু সেনগুপ্তকে হেড – ব্যাঙ্কিং নিযুক্ত করল বন্ধন ব্যাঙ্ক। তিনি ব্যাঙ্কের ডিজিটাল রূপান্তর এজেন্ডাকে কাজে লাগানোর পাশাপাশি খুচরা / রিটেইল ব্যবসা বৃদ্ধি ত্বরান্বিত করার দায়িত্বে থাকবেন শান্তনু।  ভারতীয় ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে ২৭ বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ শান্তনু  একাধিক আন্তর্জাতিক ব্যাঙ্কের তরফ থেকে ভারতকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দায়িত্ব সহকারে  ক্লায়েন্টে ফেসিং ভূমিকাও পালন করেছেন। 

ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং কনজিউমার ব্যাঙ্কিং-এর প্রধান হিসাবে, শান্তনু “ডিবিএস দ্বারা ডিজিব্যাঙ্ক”-এর সফল প্রবর্তন এবং স্কেলিং-এর তত্ত্বাবধান করেন। উল্লেখ্য, এই  ডিবিএস ব্যাঙ্ক হল ভারতের প্রথম কাগজবিহীন, স্বাক্ষরবিহীন ডিজিটাল ব্যাঙ্ক।  এছাড়া তিনি ভারতে ডিবিএস ব্যাঙ্কের কনজিউমার ব্যাঙ্কিং ব্যবসা গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্র শেখর ঘোষ বলেন, বন্ধন ব্যাঙ্কের ব্যবস্থাপনায় শান্তনু একটি মূল্যবান সংযোজন। বন্ধন ব্যাংক রূপান্তরের শীর্ষে রয়েছে এবং আমরা এই এজেন্ডাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শান্তনুর নেতৃত্বের অপেক্ষায় রয়েছি।