নুসরতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ শঙ্কুদেবের

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আর্থিক প্রতারণা মামলায় জোর গলায় তছরূপে জড়িত থাকার বিষয় গোটাটাই অস্বীকার করেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান।

পাল্টা গুচ্ছ গুচ্ছ অভিযোগ নিয়ে ফের নুসরতকে এক হাত নিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা৷ শঙ্কুদেবের কথায়, ‘তিনি (নুসরত) সেই সময়ে এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। সেই টাকায় সম্পত্তি কিনেছেন। ১ কোটি ১৬ লক্ষ ঋণ বলছেন। অফিসিয়াল ডিডে নুসরত জাহান নিজে জানিয়েছেন কবে কোন কোম্পানি থেকে কত টাকা নিয়েছেন।’

এখানেই শেষ নয়, এরপর টাকার অঙ্ক উল্লেখ করে একে একে চেক নম্বরসহ ডিড-এর তালিকও পড়েন শঙ্কুদেব। তার কথায়, ‘উনি নিজে সই করে অফিসিয়ালি ডিড করে জমা দিয়েছেন। সবমিলিয়ে ১ কোটি ৯৮ লক্ষ টাকা তুলেছেন।’