পুরনিগমকে আর্থিক সহায়তা করতে চেয়ে পুর কমিশনারকে চিঠি দিলেন শঙ্কর ঘোষ

পুরনিগমকে আর্থিক সহায়তা করবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।নিজের বিধায়ক তহবিলের টাকা তুলে দেবেন পুরনিগমকে।তার জন্য পুরনিগমের অনুমতি চাইতে পুর কমিশনারকে চিঠি দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ।শহরের উন্নয়নের স্বার্থে বিধায়ক তহবিলের টাকা পুরনিগমের হাতে তুলে দিতে চান বিধায়ক।শহর শিলিগুড়ির বড় সমস্যা যানজট।সেই যানজট সমস্যা সমাধানে উন্নতমানের পার্কিং গড়ে তোলার লক্ষ্যেই পুরনিগমকে আর্থিক সহযোগিতা করতে চান।সেকারণে বুধবার পুর কমিশনারকে চিঠি দেন বিধায়ক।এই বিষয়ে পুরনিগমের তরফে অর্থাৎ মেয়রের উত্তর পেলেই বিধায়ক তহবিলের সমস্ত রাশি মেয়রের হাতে তুলে দেবেন তিনি৷