একটি বেসরকারি সংস্থা গরুমারা জঙ্গল কেটে সেখানে “ইকো হাব ই টুরিজম” গড়ে তোলার বিরোধিতা করে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ হাইকোর্টের দারস্থ হতে চলেছে।শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সন্মেলন করে জানান সরকারের সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা সারি সারি গাছ কেটে সেখানে পর্যটন স্থান গড়ে তুলছেন।এর বিরোধিতা জানিয়ে ইতি মধ্যে আইনের দারস্থ হয়েছেন।সেখান থেকে সঠিক কোন সুরাহা না মেলায় এখন হাইকোর্টে দারস্থ হয়েছে।