Shanghai Ranking 2020: দেশের সেরা বিশ্ববিদ্যালয় কলকাতা

Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরার শিরোপা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।ভারতের উচ্চশিক্ষা মানচিত্রে চমকপ্রদ উত্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের।গত বছর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত NIRF র‌্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা ছিল 7 নম্বরে, তালিকায় শীর্ষ স্থান দখল করে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। কিন্তু এক বছরের মধ্যে বদলে গেল ছবি! সম্পূর্ণ স্বতন্ত্র একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রকাশিত Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে CU প্রথম স্থান অধিকার করেছে।

দেশের শিক্ষা ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘প্রসিদ্ধ Shanghai Ranking-এ মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে সমস্ত ভারতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান দখল করেছে। আর দেশের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে CU আচ্ছে তৃতীয় স্থানে। এটা সমস্ত রাজ্যের কাছে খুবই গর্বের বিষয়।’ এই সাফল্যের জন্য শিক্ষক, গবেষক, পড়ুয়া এবং এই বিশ্ববিদ্য়ালয়ের সঙ্গে জড়িত প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন মমতা।

Shanghai Ranking 2020-এ সমস্ত ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সেরার শিরোপা পেয়েছে IISc ব্যাঙ্গালোর। দ্বিতীয় স্থানে আছে IIT মাদ্রাজ। তৃতীয় স্থানটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দখলে (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে 601-700)। চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে যথাক্রমে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং IIT দিল্লি। ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে IIT খড়্গপুর। আর জাতীয় র‌্যাঙ্কিংয়ে 7 নম্বরে আছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। Shanghai Ranking 2020-এ বিশ্বের সেরার স্বীকৃতি Harvard University পেয়েছে।