মুক্তির আগেই সব রেকর্ড ভাঙল শাহরুখের ‘পাঠান’

দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর বড়পর্দায় কামব্যাক করছেন কিং খান, তাঁর এই কামব্যাক যে রাজকীয় হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুক্তির আগেই কার্যত ব্লকবাস্টারের আকার ধারণ করেছে এই ছবি। একদিকে যেমন প্রথম থেকেই বিতর্কের মুখে পড়েছে ‘পাঠান’, অন্যদিকে ক্রমাগত দর্শকের ভালোবাসাও পেয়েছে এই ছবি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবির ট্রেলারেই শাহরুখের সঙ্গে নজর কাড়েন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম।

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে রেকর্ড ভাঙল শাহরুখের ‘পাঠান’। ২৩ জানুয়ারি মধ্যরাত অবধি মাত্র তিনটি মাল্টিপ্লেক্স চেনে এই ছবির ৪.১৯ লক্ষ টিকিট বিক্রি হয়েছে।৫.২৫ থেকে ৫.৫০ লক্ষ টিকিট বিক্রি হবে বলে অনুমান করা হচ্ছে। যেখানে কেজিএফ টু-র অগ্রিম বুকিংয়ে টিকিট বিক্রি হয়েছিল ৫.১৫ লক্ষ। ৩৫০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে পাঠান। অনলাইন টিকিট বিক্রিতে ইতিহাস গড়েছে এই ছবি। অনলাইনে ইতমধ্যেই বিক্রি হয়ে গেছে ১০ লক্ষ টিকিট।

ইতিহাস রচনা করেছে পাঠান। এই প্রথম কোনও হিন্দি ছবি একসঙ্গে ১০০টি দেশে মুক্তি পাচ্ছে। সারা বিশ্বের ১০০ টি দেশের বিভিন্ন শহরে মুক্তি প্রাপ্ত এটিই প্রথম ভারতীয় ছবি। পোস্ট প্যান্ডেমিক এত বড়মাপের ছবি মুক্তি আশা দেখাচ্ছে ডিস্ট্রিবিউটরদের।