বিতর্কিত গানের কারণে শাহরুখের পারলৌকিক ক্রিয়া সারলেন সাধুরা

এই মুহূর্তে বিতর্কের কেন্দ্র বিন্দুতে রয়েছে পাঠান ছবির এক গান ‘বেশরম রং’৷ মুক্তির আগে থেকেই চলছে যথেষ্ট বিতর্ক, আর যত নষ্টের গোঁড়া দীপিকা পাদুকোনের পরনের ওই গেরুয়া মনোকিনি। গেরুয়া কেন বেশরম অর্থাৎ নির্লজ্জের রং হল, সেই প্রশ্ন তুলেই রে রে করে তেড়ে গিয়েছেন কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা৷ কেন তিনি ওই কাজ করলেন? ছবি বয়কটের ডাক দিয়েছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। সেই আগুনের ফুলকি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন রাজ্যে।

পাঠান ছবির প্রতিবাদে রামভূমির রাস্তায় নামেন সেখানকার তপস্বী ছাবনীর সাধুরা। দিন কয়েক আগে শাহরুখ খানকে জীবন্ত দগ্ধ করার হুঙ্কার দিয়েছিলেন সেখানকার পরমহংস আচার্য। এ বার আরও একধাপ এগিয়ে বাদশার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হল অযোধ্যায়। নেতৃত্বে সেই আচার্যই। পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে তিনি বললেন, ‘‘জিহাদের শেষ করলাম।’’

এদিন একটা ঘড়া নিয়ে তার গায়ে শাহরুখের পোস্টার সেঁটে শ্রাদ্ধানুষ্ঠান করেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন একদল সাধু। মাটিতে বসানো ওই ঘড়ার দিকে তাকিয়ে বেশ কিছু মন্ত্র পড়েন তিনি। এর আগে শাহরুখ ও দীপিকা পাড়ুকোনের পোস্টারও পোড়ানো হয়েছিল এই শহরে। অযোধ্যার ওই সাধু পরমহংস আচার্যের কথায়, ছবিতে গেরুয়া রঙকে অপমান করা হয়েছে। এই ভাবে সনাতম ধর্মের অপমান করা হচ্ছে। হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে।