বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ১০ দিন।
অবশেষে সন্দেশখালির ঘটনার প্রায় ১০ দিন পর ‘খোঁজ মিলল’ তৃণমূল নেতা, ঘটনায় মূল ‘অভিযুক্ত’ শেখ শাহজাহানের। আইনজীবী মারফত সন্দেশখালির ‘বাদশা’ শাহজাহান হাই কোর্টে জানিয়েছেন, তিনি সন্দেশখালির মামলায় যুক্ত হতে চান। এই ঘটনায় তার বক্তব্যও শোনা হোক বলে আবেদন করেছেন তিনি।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি শুক্রবার সাতসকালে রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পৌঁছে যায় ইডি। সেখানে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেন আধিকারিকরা। আর সেই খবর ছড়িয়ে পড়তেই ইডি আধিকারিকদের ওপর হঠাৎ চড়াও তৃণমূল নেতার অনুগামীরা। কেন না জানিয়ে হানা দিয়েছে ইডি? এই প্রশ্ন তুলেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা।